ডাক দিবসে সিলেট প্রধান ডাকঘরের র্যালি
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৬:২৯:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: বিশ্ব ডাক দিবস উপলক্ষে সিলেট প্রধান ডাকঘর ও সিলেট পোস্টাল বিভাগীয় অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সিলেট প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র্যালি বের করা হয়। ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত র্যালিতে সিলেট প্রধান ডাকঘর ও বিভাগীয় অফিসের কর্মকর্তা কর্চারীরা অংশগ্রহণ করেন।
পরে এ উপলক্ষে বিকাল ৪টায় সিলেট প্রধান ডাকঘর হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট প্রধান ডাকঘর ও বিভাগীয় অফিস অফিস উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী।
সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মধু সুদন বনিক এর সভাপতিত্বে ও সহকারী পোস্টমাস্টার লিপ্টন রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পোস্টমাস্টার জেনারেল, (বৈদেশিক ডাক) স্বপন কুমার দে, ডেপুটি পোস্টমাস্টার একেএম কামরুজ্জামান, পোস্ট অফিস সুপার সিলেট বিভাগ মলয় কান্তি সরকার, স্টেনো টু ডিপিএমজি চুমকী রানী তালুকদার, সহকারী পোস্টমাস্টার মুজিবুর রহমান খান পাঠান, পোস্ট অফিস পরিদর্শক শরীফ আহমেদ, রুনু চক্রবর্তী, সুপারভাইজার বৈদেশিক ডাক বিপুল চন্দ্র মালাকার, পোস্টাল অপারেটর, বিভাগীয় অফিস, মোঃ আব্দুল বাসিত, মুহাম্মদ জালাল উদ্দিন, দেবপ্রসাদ পাল ও জাকারিয়া চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি







