অপসারিত চেয়ারম্যান তুহিন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৬:৩৯:২৮ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের বহু আলোচিত ও অপসারিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তোয়াজিদুল হক তুহিনকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তোয়াজিদুল হক তুহিন লালাবাজারের করসনা গ্রামের রুশন মিয়ার ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আওয়ামী সরকার পতনের পর দায়েরকৃত বেশ কয়েকটি হত্যা ও বিস্ফোরক মামলার আসামি তোয়াজিদুল হক তুহিন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।





