২৫ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৬:৪৩:১৪ অপরাহ্ন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বছর আগের র্যাগিং ইস্যুতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ পরবর্তী সমাবেশে দুই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে প্রক্টর অফিসে যান এবং সেখান থেকে গোলচত্ত্বরে এসে দুই বিভাগের শিক্ষার্থীরা ঘোষণা দেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি সমাপ্ত করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, উপাচার্য ও আমি দুই বিভাগের প্রধানদের নিয়ে বসেছিলাম। সেখানে আমরা বলেছি, শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা দেখুক এবং বিভাগের প্রধানের সঙ্গে আলোচনা করে আপিলের জন্য আবেদন করুক। তাহলে বিষয়টি দ্রুত সমাধানের দিকে যাবে।
উল্লেখ্য, সম্প্রতি ২৩৭তম সিন্ডিকেট সভায় র্যাগিং ইস্যুতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ৫ জন নারীসহ মোট ২৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত সবাই ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে একজনকে আজীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং সবাইকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।







