কুলাউড়ায় কন্যা শিশু দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৬:৪৫:৫৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও কুলাউড়া মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য ‘আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ আলোচনায় অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, তথ্যসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাছফিয়া রহমান তাহমিনা প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।





