ধানের শীষ নির্যাতিত বঞ্চিত মানুষের আশার প্রতীক: মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৭:৩৯:১৫ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধানের শীষ হচ্ছে নির্যাতিত ও বঞ্চিত মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। এই প্রতীকের বিজয় মানে জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনর্জাগরণ। দেশের মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত, আইনের শাসন ভেঙে পড়েছে। তাই দেশের প্রতিটি ঘরে এখন ধানের শীষের জয় কামনা করছে জনগণ। কারণ ধানের শীষ মানে মুক্ত বাংলাদেশ, ধানের শীষ মানে জনগণের অধিকার।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনের যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা আজ জনগণের মুক্তির রূপরেখা হয়ে উঠেছে। এই দফাগুলোর মাধ্যমে বিএনপি শুধু একটি সরকার পরিবর্তন নয় বরং একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করছে।
তিনি বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য জনমত গড়ে তোলার লক্ষ্যে ১০ নং ওয়ার্ডের আওতাধীন কানিশাইল এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে কানিশাইল এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, সহ-সভাপতি নিয়ামহ এলাহী, সদস্য নাসিমা বেগম, মুরাদ আহমদ, যুবদল নেতা মকসুদুল করিম ইমন প্রমুখ। বিজ্ঞপ্তি