সিলেটে ক্রিকেটলীগ আয়োজনে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৭:৪৮:০৩ অপরাহ্ন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম ও ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৫ আয়োজন সংক্রান্ত এক মতবিনিময় সভা বুধবার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স এর জিমনেসিয়াম ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি। প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য খন্দকার রাজিন সালেহ আলম, সাহাজ উদ্দিন টিপু ও আব্দুল ওয়াহিদ উমায়ের, ইলেভেন ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, ইয়ং প্যাগাসাস ক্লাবের সভাপতি হানিফ আলম চৌধুরী, বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রকিব, ইলেভেন ষ্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী, ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির, অনির্বাণ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, জিমখানা ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী। সভায় উপস্থিত ছিলেন ব্লু নবাগত ক্রীড়া সংস্থার সভাপতি সুদেব শর্ম্মা চৌধুরী, জালালাবাদ ক্লাবের সাধারণ সম্পাদক এ.এ.এম.মিরাজ জাকির, হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সমর চৌধুরী, এ্যাপোলো-১১ ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ কবীর তুহিন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইমরান আজাদ, ইয়ুথ সেন্টার ক্লাবের প্রতিনিধি মোঃ রানা মিয়া, মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট এর প্রতিনিধি একরাম আহমেদ, ষ্টার্স ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক আলভী আহমদ চৌধুরী, ইসমাইল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শিপলু, শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ও শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ জগলু, ইসমাইল স্পোর্টিং ক্লাবের সদস্য হাসানুর রহমান সানজু প্রমুখ। বিজ্ঞপ্তি







