৩১ দফা বাস্তবায়নে তাজপুরে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৮:১৭:২৭ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই দফাগুলোর
তিনি বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামবাসীর উদ্যোগে ও সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএনপি নেতা মাসুক মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন শামীম, যুক্তরাজ্য সাউথ ইস্ট বিএনপির সভাপতি এম এ কাহার, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির ঋণ ও সহ ক্ষুদ্র বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ মাসুক মিয়া, সৌদি প্রবাসী সাদিক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন তাজপুর জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান। বিজ্ঞপ্তি