বিয়ানীবাজারে বিএনপির গণমিছিল
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৮:১৮:৩২ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসন থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথি এমরান চৌধুরী বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নতুন বাংলাদেশ বিনির্মানের এক সুস্পষ্ট রুপরেখা। নতুন বাংলাদেশ ও পরবর্তী প্রজন্মের স্বপ্নপূরণের বীজ তাতে নিহিত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেওয়ার আহবান জানান।
যুগ যুগ ধরে শিক্ষাদীক্ষায় উন্নত বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকার গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনার ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতার স্বাদ নেওয়া মানুষের জনগণের প্রতি জবাবদিহিতা থাকেনা এটাই স্বাভাবিক। ফলে উন্নয়নের মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীকে এর অনিবার্য পরিনতি বরণ করতে হয়েছিল। এটি দুর্ভাগ্যের বিষয়।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর এর সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ ও পৌর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন এর যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাসুক উদ্দিন, আব্দুল কুদ্দুছ, জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামিম আহমদ, আলাউদ্দিন আলাই, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন রানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, গুলজার আহমদ রাহেল, আক্তার অনিক, মাসুক উদ্দিন, লিয়াকত, আলাউদ্দিন মাস্টার, আব্দুল জব্বার, জাবেদুল হক দুদু, আব্দুল করিম, দৌলা হোসেন সুভাষ, সাব্বির আহমদ, মক্তদির আলী মক্তই, হোসেন আহমদ দোলন, সোহেল আহমদ, এনাম উদ্দিন দিলাল, সেলিম উদ্দিন, আলতাফ হোসেন, আব্দুল গণি, কামাল আহমদ, হালিম রানা, সোহেল আহমদ, তানভীর আহমদ, জাবের আহমদ, সাইদুর রহমান, সৈয়দ তারেক, জাফর আহমদ, রাজন আহমদ, নাজিম উদ্দিন দুদু, সাইফুর রহমান, সরওয়ার খান, স্বপন আহমদ, মনসুর আহমদ, আইনুল আবেদীন, টিপু রানা, ইয়াছিন আহমদ, আব্দুস সামাদ, জাবেদ আহমদ, রাজু আহমদ, সাঈদ আহমদ, মারজান আহমদ, এনাম উদ্দিন, সাকের মাহমুদ, জামিল আহমদ, রাহিম আহমদ, মারজান আহমদ, দেলওয়ার আহমদ, মাহমদ আলী, আব্দুল বাছিত, ফখরুল ইসলাম, আব্দুল বাছিত, কামাল আহমদ, সাখাওয়াত হোসেন, টিপু রানা, ইমরান, ইকবালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি