চাঁদনীঘাট ও মোগলাবাজার থেকে ৯ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৯:১০:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর চাঁদনীঘাট ও মোগলাবাজার থেকে পৃথক অভিযানে ৯ জুয়াড়িকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বুধবার বিকেল থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে নগরীর চাঁদনীঘাট থেকে ৫ জনকে আটক করেছে ডিবি ও মোগলাবাজার থেকে ৪ জনকে আটক করে থানা পুলিশ। এসএমপি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদনীঘাটস্থ মাছবাজারে প্রকাশ্যে অনলাইনে শিলং তীরজুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করে সিলেট মহানগর ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের ভার্থখলা এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েদ আহমদ (৩২), সুনামগঞ্জের ছাতক থানার শিবনগর গ্রামের মৃত ইদর আলীর ছেলে সজীব মিয়া (২০), মোগলাবাজারের মিরারগাঁও জালালপুরের আশক আলীর ছেলে মো. মারুফ মিয়া (২০), জকিগঞ্জের সদরপুর গ্রামের আতাউর রহমানের ছেলে জুয়েল (২৫) ও বিশ্বনাথের দেওকলস সমসপুরের দিগেন্দ্র কুমার পালের ছেলে দোলন চন্দ্র পাল (৩৫)।
এদিকে বুধবার দিবাগত রাত পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধিন হাজীগঞ্জ বাজার থেকে জুয়া খেলার সময় ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, মোগলাবাজার থানার ভগতিপুর গ্রামের মৃত ইব্রাহীম বেগের ছেলে মো. জালু মিয়া (৫৫), বীরমঙ্গল গ্রামের মৃত জফুর আলীর ছেলে শফিকুল মিয়া (৫০),কাজীরগাঁও গ্রামের মৃত মশাহিদ আলীর ছেলে সুনু মিয়া (২৬) ও নোয়াগাঁও গ্রামের মৃত মাশুক মিয়ার ছেলে তুরন মিয়া (৫২)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনী ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।