ওসমানী রানওয়েতে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৯:১১:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে পাশর্^বর্তী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানবন্দর পুলিশ ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের নাম সুমন আহমদ (২৮)। সে এয়ারপোর্ট থানাধিন লালবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক ঐখানে বিদ্যুতের তামার তার চুরি করতে গিয়েছিল। কারণ সেখান থেকে একটি প্লাস উদ্ধার করা হয়েছে। এছাড়া কিছুদিন আগে ঐ এলাকা থেকে বিদ্যুতের তার চুরি হয়েছিল। রানওয়ে এলাকার পাশে ট্রান্সফরমারের সংযোগের তার চুরি করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।