কোম্পানীগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৯:১২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম আবু হানিফ (৩৩)। তিনি নেত্রকোনার খালিয়াঝুড়ি থানার জগন্নাথপুর গ্রামের মৃত নিলন মিয়ার পুত্র। বর্তমানে ঢাকার উত্তরার ১/বি রোড নং ৫, সেক্টর ১১ এলাকায় বসবাস করেন।
এর সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, আটকের পর মাদক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।