মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৪ অবৈধ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৬:২৫:১১ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কেলান্তান ও রাজ্য সড়ক পরিবহন বিভাগ এর যৌথ অভিযানে ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ৯ অক্টোবর রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে পরিচালিত এ যৌথ অভিযান সকাল ৮টা থেকে শুরু হয়।
অভিযানে দুটি সংস্থার ৪০ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানটি পরিচালিত হয় গোপন তথ্যের ভিত্তিতে, যেখানে জানা যায় কিছু অবৈধ অভিবাসী কর্তৃপক্ষের নজর এড়াতে গণপরিবহন ব্যবহার করছে।আটক অভিবাসীদের মধ্যে রয়েছেন, পাঁচজন বাংলাদেশি পুরুষ, পাঁচজন ভারতীয় পুরুষ, দুইজন পাকিস্তানি পুরুষ, দুইজন মিয়ানমারের নাগরিক, একজন ইন্দোনেশীয় পুরুষ, সাতজন ইন্দোনেশীয় নারী, একজন ভারতীয় নারী এবং একজন বাংলাদেশি নারী। এ সময় অভিযানে ব্যবহৃত ও বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করে।
এক বিবৃতিতে ইমিগ্রেশন কেলান্তান জানায়, অবৈধ অভিবাসী শনাক্তে এমন অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন যেন কেউ অবৈধ অভিবাসী বা সংশ্লিষ্ট বেআইনি কার্যক্রমের তথ্য জানলে তা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করে। বিবৃতিতে আরও বলা হয়, যে কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয়, সহায়তা বা সুবিধা প্রদান করবে, তার বিরুদ্ধেও কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।







