কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৬:২৬:৩৯ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার কটারকোনা ব্রিজের ১ কিলোমিটার ভিতরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার শম্ভু কুমার দেবকে ২ লাখ টাকা অর্থদ- করে জরিমানা আদায় করা হয়। অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। মোবাইল কোর্টে কুলাউড়া থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।





