ছাতক উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৬:২৯:০৪ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের পূর্ণাঙ্গ রোডম্যাপ। আওয়ামী ফ্যাসিবাদী শাসনে বিধ্বস্ত দেশকে গণতান্ত্রিক পথে অগ্রসর ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা একটি মাইলফলক।
তিনি বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হোসাইনের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি। বিজ্ঞপ্তি







