ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৭:০৫:২৯ অপরাহ্ন

শাল্লা প্রতিনিধি: দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সাত্তার মিয়া ও শিক্ষক প্রতিনিধি মাওলানা রুহুল আমিন।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। আলোচনা শেষে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।







