দোয়ারায় ‘এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ’ সিম্পোজিয়াম
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৭:০৭:১৬ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: ড্রিম ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউিটের উদ্যোগে ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে ‘এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ’ শীর্ষক সিম্পোজিয়াম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক এবং উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ।
বক্তারা বলেন, ইংরেজি শেখা শুধু একটি ভাষা শেখা নয় বরং এটি আধুনিক বিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা মনে করেন, এই উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করবে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ড্রিম ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউিটের এর প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী আহমেদ রাসেল।







