জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না: খেলাফত মজলিস
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৭:৩৪:২৭ অপরাহ্ন

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না। অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশার বিপরীতে গিয়ে সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে। অথচ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবী দীর্ঘদিনের। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমরা অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার কার্যক্রম দৃশ্যমান করা, ফ্যাসিবাদী দল ও দোসরদের রাজনৈতিক কর্মকা- স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
শুক্রবার বাদ জুমআ’ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত সারা দেশের বিভাগীয় শহরে গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ গেইট থেকে বিশাল গণমিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরী সভাপতি ও সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলার পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, মহানগর সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানী, জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মহানগরী সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগর বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল, সহ-বায়তুলমাল সম্পাদক মাস্টার মোঃ ফারুক মিয়া, সিলেট সদর উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল-হাসান, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মুহিবুর রহমান রায়হান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা সভাপতি হাফিজ মাওলানা আলাউদ্দিন, শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, শাহপরান পূর্ব থানা সভাপতি কয়েছুজ্জামান চৌধুরী, জালালাবাদ থানা সভাপতি আ.খ.ম লোকমান প্রমুখ। বিজ্ঞপ্তি







