কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৭:৪১:৪৮ অপরাহ্ন

সাহিত্য মানে মানুষের জীবন, সমাজ, ইতিহাস ও ভবিষ্যতের প্রতিচ্ছবি। একজন কবি যখন প্রেমের কবিতা লেখেন, তখন তিনি আসলে মানুষের হৃদয়ের গভীর স্পন্দন প্রকাশ করেন; একজন গল্পকার যখন সমাজের অন্যায়ের কথা লেখেন, তখন তিনি এক নীরব প্রতিবাদ গড়ে তোলেন। সাহিত্য চর্চা আমাদের ভাষাকে সমৃদ্ধ করে, চিন্তাকে ধারালো করে, হৃদয়কে কোমল করে তোলে। আমরা যখন নিয়মিত সাহিত্য চর্চা করি তখন নিজেদের ভেতর এক আলো জ্বলে-যে আলো অন্ধকারে পথ দেখায়, যে আলো মানুষকে মানুষ হতে শেখায়। কেমুসাসের ১২৪৯তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক কামরুল আলমের সভাপতিত্বে এবং ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশ নেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, শামসীর হারুনুর রশীদ এবং পঠিত লেখার ওপর আলোচনা করেন ছয়ফুল আলম পারুল।
সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাকওয়ান মোহাম্মদ সালেহ। আসরে লেখাপাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার, মাহফুজ জোহা, আমিনা শহীদ চৌধুরী মান্না, কামাল আহমদ, সৈয়দ আছলাম হোসেন, লোকমান হাফিজ, সুফি আকবর, মনিরুজ্জামান, কুবাদ বখত চৌধুরী রুবেল, আব্দুল মুমিন, মো. আল মমিন, লিলু মিয়া, দিদার আহমদ, সোয়েব আহমদ, আব্দুর রব, জোবায়দা বেগম আঁখি প্রমুখ। আসরে সেরালেখক মনোনীত হন জাকওয়ান মোহাম্মদ সালেহ। বিজ্ঞপ্তি







