মুক্তিযোদ্ধাদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এড আবেদ রাজা’র
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৬:৫১:০৬ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজা দেশের স্বার্থে মুক্তিযোদ্ধাদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা জীবন দিয়েছেন বিগত সরকারের আমলে তাদের অনেকেই যথাযথ মূল্যায়ন ও রাষ্ট্রীয় মর্যাদা পাননি। তাই সকল মুক্তিযোদ্ধা এবং দেশের কল্যাণের জন্য তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে কুলাউড়া বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা জালাল বেগের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, নজির খান, সুন্দর আলী, নুরুল ইসলাম, আব্দুর রহমান, আসুক মিয়া, গপেন্দ্র দেব, রহমত উল্লাহ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কদ্বয় আব্দুল মন্নান ও অলিউর রহমান চৌধুরী শিপলু। সভাশেষে সম্প্রতি মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বিরসহ সকল মুক্তিযোদ্ধা এবং দেশের কল্যাণের জন্য দোয়া করা হয়।







