ইবনে সিনা হাসপাতালে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফ্রি অপারেশন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৭:১০:১২ অপরাহ্ন

গত ৯ ও ১০ অক্টোবর ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ঔষধ ও পরীক্ষা-নিরীক্ষাসহ সম্পূর্ণ বিনামূল্যে ১৪ জন রোগীর অপারেশন ও ৭ জন রোগীকে পুষ্টি ঘাটতিজনিত পরামর্শ সহ মোট ২১ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সকল বাচ্চাদেরকে সেরেল্যাক দুধসহ বিভিন্ন ফুড সাপ্লিমেন্টও প্রদান করা হয়েছে। স্মাইল ট্রেইন, ইবনে সিনা ক্লেফ্ট কেয়ার এর প্রজেক্ট ডাইরেক্টর ও জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডাঃ হাসিব রহমান ও তাঁর টিমের নেতৃত্বে অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০১১ সাল থেকে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে নিয়মিতভাবে এই ক্যাম্পটি পরিচালিত হয়ে আসছে।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরীর সার্বিক তত্বাবধানে অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আরো উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্লাস্টিক সার্জন (বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিট) ডাঃ মোঃ সাইফুর রহমান, জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউট এর এনেথেস্থিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মলয় কুমার দাশ এবং সিএমএইচ সিলেটের এনেথেস্থিওলজিষ্ট লেঃ কর্ণেল ডাঃ এহসানুল কবির, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন, পুষ্টিবিদ কাওসার আহমেদ, ডেপুটি নাসিং সুপারিন্টেন্ডেন্ট মর্জিনা খাতুন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মফিদুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স নাজিয়া খাতুন ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রুবেল আহমদ, অপারেশন কার্যক্রম পরিদর্শন করেন হাসপাতালের এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক। আগামী অপারেশন ২৪ অক্টোবর ২০২৫ইং তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে ইন্শাআল্লাহ। বিজ্ঞপ্তি







