সিলেটের মাটি ও মানুষের সাথে তাঁর যে সম্পর্ক তা অটুট থাকবে : আরিফুল হক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৭:৩০:২৬ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের মাটি ও মানুষের সঙ্গে অধ্যাপক প্রশান্ত কুমার সাহার যে সম্পর্ক তা অটুট থাকবে। তিনি বলেন, প্রয়াত অধ্যাপক প্রশান্ত কুমার সাহার কর্মময় জীবন ছিল অনুপ্রেরণার। তাঁর স্মৃতি যেন আমরা ধরে রাখতে পারি সে লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে।
সাবেক মেয়র গত ১০ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নগরীর সারদা হলে অধ্যাপক প্রশান্ত কুমার সাহা স্মরণ সভা আয়োজক পর্ষদ আয়োজিত অধ্যাপক প্রশান্ত কুমার সাহা স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অধ্যাপক প্রশান্ত কুমার সাহা স্মরণসভা আয়োজক পর্ষদের আহবায়ক সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় কুমার নাথ ও বাচিক শিল্পী শাশ্বতী ঘোষ সোমা’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ ও লোকসংস্কৃতি গবেষক প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ। তিনি বলেন, একজন পরিশীলিত মানুষ ছিলেন অধ্যাপক প্রশান্ত কুমার সাহা। তাঁর পাঠদান কৌশল ছিল অতুলনীয়। তাঁর চিন্তা চেতনা ও ধীশক্তি ছিল ছাত্রদের জন্য অনুপ্রেরণার ।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রয়াতের সহধর্মিণী মালতী সাহা। সভার শুরুতে সকলে ১ মিনিট দাঁড়িয়ে প্রার্থনা করেন। স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সদস্য সচিব (অব.) উপাধ্যক্ষ কৃষ্ণপদ সুত্রধর। প্রয়াতের জীবনী পাঠ করেন বাচিক শিল্পী নন্দিতা দত্ত। অনুষ্ঠানে প্রশান্ত পথিক স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সভায় স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তরা ব্যাংকের জিএম নীরেশ চন্দ্র দাশ, শাবিপ্রবি সিলেটের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, সিলেট শিক্ষা বোর্ডে অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, প্রফেসর ড. নারায়ণ চন্দ্র সাহা, লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, অব. অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, অব. অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ, অব. অধ্যক্ষ প্রাণকান্ত দাস, উপাধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, অধ্যাপক পার্থ সারথী নাগ, অশোক রঞ্জন চৌধুরী, অব. শিক্ষয়িত্রী শিলা সাহা, কবি পুলিন রায়, অধ্যাপক নিয়াজ উদ্দিন, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, কবি সুমন বণিক, এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু, এডভোকেট ফণী ভূষণ সরকার, লেখক বিনয় ভূষণ তালুকদার, ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, লেখিকা অমিতা বর্ধন, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, ব্যাংকার দ্বীপক কুমার দাশ, প্রয়াতের পুত্র প্রসেনজিৎ সাহা। সিঙ্গাপুর থেকে কনফারেন্সে বক্তব্য রাখেন, প্রয়াতের কনিষ্ঠা কন্যা বাসবী সাহা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী, প্রদীপ কুমার দে, সুমনা আজিজ, জয়তী ঘোষ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সুকান্ত গুপ্ত। অনুষ্ঠান শেষে সকলকে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে জলযোগে আপ্যায়িত করা হয়। বিজ্ঞপ্তি





