সিলেটের প্রতি বৈষম্যের প্রতিবাদে কাল কোর্ট পয়েন্টে প্রতীকী অবস্থান: বন্ধ থাকবে দোকানপাট
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৭:৩৭:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট-ঢাকা মহাসড়কের করুন অবস্থা, উন্নয়ন বঞ্চিত ও সিলেটবাসীর প্রতি বৈষম্যের প্রতিবাদে সাবেক মেয়র আরিফুল হকের ডাকে রবিবার কোর্ট পয়েন্টে প্রতীকী অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হবে। এই আহবানে সাড়া দিয়েছেন সিলেটের ব্যবসায়ীরাও। সকাল ১১টা থেকে ১ঘণ্টা বন্ধ থাকবে সিলেটের সব মার্কেট ও দোকানপাট।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান রিপন জানান সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনা হয়েছে। তার আহবানে সাড়া দিয়ে রোববার আমরাও কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচীতে অংশ নেবো। এছাড়া এই কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে সিলেটে সকল মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
এরআগে শুক্রবার নগরীর নিজের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজকের অবস্থান কর্মসূচীর ডাক দেন আরিফুল হক।এসময় তিনি বলেন ‘সিলেটের প্রতি কেন্দ্রীয়ভাবে যে বৈষম্য চলছে, তা আর সহ্য করা যায় না। আওয়ামী লীগের টানা ১৫-১৭ বছরের শাসনামল পার হয়ে গেলেও সিলেটের প্রতি ন্যায্য উন্নয়ন বরাদ্দ হয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকারও সেই একই পথে হাঁটছে। এই অবিচারের বিরুদ্ধে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। সিলেটবাসীর মৌলিক অধিকার- নিরাপদ, সহজ ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা- আজ মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট-ঢাকা মহাসড়কের অবস্থা করুন। সংস্কার চলছে বছরের পর বছর, অথচ কোনো অগ্রগতি নেই। প্রতিদিন মানুষ ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকে। রাস্তায় মানুষের সময় নষ্ট হয়, দুর্ঘটনা বেড়েছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তাঘাটের এই অচলাবস্থায় সিলেটে পণ্য আনতে সময় বেশি লাগায় পণ্যের দামও বেড়ে যাচ্ছে। ফলে এখানকার মানুষকে নিত্যপণ্যের জন্য বাড়তি মূল্য গুনতে হচ্ছে।অথচ এই সমস্যা সমাধানে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। রেলপথে সময়মতো ট্রেন আসে না, কোচগুলো পুরনো, জরাজীর্ণ। বিমানের ভাড়াও অস্বাভাবিক। এই তিন পথেই আমরা বৈষম্যের শিকার।’







