জকিগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৭:৩৯:০৭ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদারের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব ভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, বর্তমানে খালিক তাপাদার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন এবং সম্প্রতি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দোয়া মাহফিলে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, সহ-সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ লস্কর, তথ্য ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ তরফদার, অফিস ও পাঠাগার সম্পাদক কে এম মামুন, সদস্য মোঃ ইউনুছ আলী ও ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য ও দৈনিক সুরমা মেইলের জকিগঞ্জ সংবাদদাতা মোঃ ইউনুছ আলী।







