জুড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু স্থানান্তরের পায়তারা
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৮:৩২:২১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : জুড়ী উপজেলার হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব (প্রধান শিক্ষক) কর্তৃক ভেন্যু কেন্দ্র হোসন আলী উচ্চ বিদ্যালয় থেকে নিজ ক্যাম্পাসের সরকারি প্রাইমারী স্কুলে স্থানান্তরের পায়তারায় চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে মুল কেন্দ্রের আওতাধীন পাঁচটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে।
ইতিমধ্যে হোসেন আলী উচ্চ বিদ্যালয় হতে ভেন্যু কেন্দ্র স্থানান্তর না করার জন্য সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর দরখাস্ত করেছেন সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষকবৃন্দ।
জানা গেছে, জুড়ী উপজেলার হাজী মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়, শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়, হোসন আলী উচ্চ বিদ্যালয়, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় ও কচুরগুল উচ্চ বিদ্যালয়ের (মোট ছয়টি স্কুলের) এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার জুড়ী-৩(৫২১) কেন্দ্র চালু করে সিলেট শিক্ষাবোর্ড। পরবর্তীতে ওই কেন্দ্রের ভেন্যু কেন্দ্র করা হয় পার্শ্ববর্তী হোসন আলী উচ্চ বিদ্যালয়ে। মুল কেন্দ্র হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মুহিবুর রহমান ভেন্যু কেন্দ্র হোসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও আওতাধীন স্কুলের প্রধান শিক্ষক ও কক্ষ পরিদর্শকদের সাথে প্রভুসুলভ আচরণ করেন। এমনকি কেন্দ্র ফি ও হল পরিদর্শনের রিমিউনেরেশন (পারিশ্রমিক) প্রদানে টালবাহানা ও অসদাচরণ করেন। মুল কেন্দ্র সচিবের অসদাচরণের প্রতিবাদ করায় অনেক শিক্ষক প্রতিবাদী হয়ে ওঠেন। এর জেরে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মুহিবুর রহমান হোসন আলী উচ্চ বিদ্যালয় থেকে ভেন্যু কেন্দ্র স্থানান্তরের পাঁয়তারা শুরু করেন। ভেন্যু পরিবর্তন করে নিজ ক্যম্পাসে থাকা উত্তর গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের জন্য শিক্ষাবোর্ড বরাবরে লিখিত আবেদন করেন। এতে ক্ষুব্দ হয়ে ওঠেছেন মুল কেন্দ্রের আওতাধীন পাঁচটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা অভিভাবকরা।
হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আওতাধীন হাইস্কুলগুলোর প্রধান শিক্ষকরা জানান, মুল কেন্দ্রের সীমানার মধ্যে একই ক্যম্পাসে কোনো প্রাইমারী স্কুল কিংবা কলেজে ভেন্যু রাখা মোটেও সঠিক নয়। নীতিমালা অনুযায়ী কোনো পরীক্ষার্থী তার নিজ প্রতিষ্ঠান বা ক্যাম্পাসে পরীক্ষা দিতে পারবে না। কিন্তু মুল কেন্দ্র সচিব (মুহিবুর রহমান) পরীক্ষায় অনিয়ম করতেই তার কেন্দ্রের অভ্যন্তরেই ভেন্যু স্থানান্তরের অপচেষ্টা চালাচ্ছেন। কেন্দ্র সচিবের মানসিক ও আর্থিক হয়রানির প্রতিবাদ করায় তিনি হোসন আলী উচ্চ বিদ্যালয় থেকে ভেন্যু স্থানান্তর করতে উঠেপড়ে লেগেছেন। হোসন আলী উচ্চ বিদ্যালয় থেকে ভেন্যু স্থানান্তর করা হলে আমরা ওই কেন্দ্রের আওতাধীন পাঁচটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অর্šÍভুক্ত করতে বাধ্য হবো।







