বিভাগজুড়ে রেলপথ অবরোধের ডাক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৮:৪৬:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট-ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন ট্রেল চালু ও সিলেট-আখাউড়া রেল পথ ডুয়েল গেজে রুপান্তর ও ডাবল লাইনে উন্নীতকরণসহ আট দফা দাবিতে আগামী ১ নভেম্বর সিলেট বিভাগ জুড়ে রেলপথ অবরোধের ডাক দিয়েছে ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলন, কুলাউড়া। গত শুক্রবার বিকেলে কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ অবরোধের ডাক দেওয়া হয়।
জানা গেছে, রেলপথ নিয়ে চলমান আন্দোলন মিমাংসার লক্ষে গত শুক্রবার বিকেল ৪টায় আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কমকর্তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। রেলওয়ের জিআরএম মো: মহিউদ্দিন আরিফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে ৮ দফা দাবি বাস্তবায়নে রেলওয়ের পক্ষ থেকে যে আশ্বাস প্রদান করা হয়, তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। পরে রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনকারীরা আগামী ১ নভেম্বর শনিবার সিলেট বিভাগ জুড়ে রেলপথ অবরোধের ডাক দেন ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামন সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।
৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম বলেন, ৮দফা দাবি বাস্তবায়নে রেলওয়ে কর্মকর্তারা কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ না করে নানা প্রতিশ্রুতি দেন। রেলওয়ে কর্মকর্তাদের এই প্রতিশ্রুতি আমরা ঘৃণাভরে প্রত্যাখান করেছি। রেলওয়ে কর্মকর্তাদের পরবর্তী কর্মসূচিও আমরা জানিয়ে দিয়েছি। তিনি বলেন, ঘোষিত কর্মসূচি অনুসারে ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ নভেম্বর সিলেট বিভাগ জুড়ে রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হবে। সিলেটবাসীর স্বার্থে এই দিন সকলকে ট্রেন ভ্রমন থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।
আন্দোলনকারীদের আট দফা দাবি গুলো হচ্ছে- সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু। আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকরণ। আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু। আখাউড়া-সিলেট সেকশনে সব বন্ধ স্টেশন চালু করা। কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি। সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখী সব স্টেশনের যাত্রা বিরতি প্রত্যাহার। সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন।







