আপনাদের ভালবাসায় স্বামীর অসমাপ্ত কাজ করতে চাই : এডঃ জেবুন নাহার সেলিম
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৯:২১:০৮ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: আপনাদের ভালবাসায় আজকের সভা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি চাই আপনারা যেভাবে আমার স্বামীকে ভালবেসেছিলেন, সেই বন্ধনে রেখে আমাকে কাজ করার সুযোগ দিবেন। আমি প্রথম শ্রেনী থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন শিক্ষাকে প্রাধান্য দেব, কৃষক শ্রমিকের অধিকার আদায়, রাস্তাঘাট, শিক্ষা চিকিৎসার উন্নয়নসহ সকল বিষয়ে কাজ করবো। কোন লুটতরাজ হানাহানি থাকবে না। আপনাদের স্বপ্ন পূরণে কাজ করবো, আপনাদের দোয়া ও ভালবাসা চাই।
গোয়াইনঘাটে ৩১ দফা দাবির পক্ষে জনমত গঠনের লক্ষে জনসভায় প্রধান অতিথি ও সিলেট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এডঃ জেবুন নাহার সেলিম কথাগুলো বলেন। গোয়াইনঘাট উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এমএ হকের সভাপতিত্বে এবং মমিনুল হক ও গোলাম কিবরিয়া ছাত্তারের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওঃ রহিম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন বিএনপি জৈন্তাপুর উপজেলার সাবেক সভাপতি আঃ মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আঃ শুকুর, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশিদ, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন আহমদ জামাল, যুবদল নেতা আঃ রহমান, জাকারীয়া রব্বানী, বিপ্লব, সমছি ও ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মমিনূল হক, গোয়াইনঘাট সরকারী কলেজ শাখার ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।







