অধিগ্রহণকৃত ভূমির দর বৃদ্ধির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৯:২৫:২৯ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পে শেরপুর এলাকায় সরকারি অধিগ্রহণকৃত ভূমির যৌক্তিক দর বৃদ্ধির দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধনে বক্তারা বলেন, কিছুদিন আগে শ্রীহট্ট ইকোনোমিক জোনে যে ধরে ভূমি অধিগ্রহণ করা হয়েছিল, বর্তমানে তার থেকে অনেক কম দর দেওয়া হচ্ছে। যা বর্তমান বাজার দর থেকেও অনেক কম। তাই অবিলম্বে এ দর সংশোধন করে ভূমি মালিকদের যৌক্তিক দর পরিশোধ করতে হবে। অন্যতায় সকল ভূমি মালিক এক হয়ে বৃহত্তর কর্মসূচীর ডাক দেবেন।
অধিকৃত ভূমির মালিক মাস্টার সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, এমদাদ মোহাম্মদ সিরাজ, আনোয়ার হোসেন, সুবেদার (অবঃ) হোসেন আহমদ, আবুল হোসেন, মিজানুর রহমান, রুমেল আহমদ, আমিনুর রহমান খান, শিপন আহমদ, শাপলু মিয়া, আখতার হোসেন, সামন মিয়া, সাহাব উদ্দিন, প্রকৌশলী আকবর হোসেন, ইকবাল হোসেন প্রমূখ।







