শিশুদের সুরক্ষায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফল করতে হবে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৬:৩৩:৪৩ অপরাহ্ন

সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী বলেছেন, শিশুদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এ জন্য তাদেরকে সব দিক দিয়ে সমর্থ করে তুলতে হবে। বিশেষ করে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এ জন্য যে কোনো মূল্যে টাইফয়েডের টিকা ক্যাম্পেইন সফল করতে হবে। কারণ এই টিকা শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষিত রাখবে।
রোববার সকালে বøু-বার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে বিভাগীয় পর্যায়ে মাসব্যাপী টাইফয়েডের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পরে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিটি কর্পোরেশন পর্যায়ে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। তিনি সকাল সাড়ে ১১টায় নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি উদ্বোধন করেন।
ইউনিসেফ-এর অর্থায়নে স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে খান মো. রেজা-উন-নবী বলেন, সরকার প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে চায়। তাই বিশাল এই কার্যক্রম হাতে নিয়েছে। লক্ষ্য রাখতে হবে যাতে একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে।
স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) এ টি এম সাইফুল ইসলাম, জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পিএইচসি) ডা. সৈয়দ কামরুল হাসান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, বøু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ইউনিসেফ সিলেট ফিল্ড অফিসের প্রধান কাজী দিল আফরোজা ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথির উপস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা দুজন শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করেন।উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে প্রায় ৩০ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর সিলেট জেলায় টিকা দেওয়া হবে ৮ লাখ ৫৩ হাজার ৯৮০ জন শিশুকে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডা. খালিদ বিন লুৎফর ও অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপি বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এনি দে। বিজ্ঞপ্তি







