৫ দফা দাবিতে খেলাফত মজলিসের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৬:৪১:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানপূর্ব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, মুফতি মাওলানা আব্দুর রহমান ইউসুফ, মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, হাফিজ কাজী জুনেদ আহমদ, জেলা সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুর রব, মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েস আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি ওযিরুল ইসলাম মাসুদ, মহানগর বায়তুলমাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নোমানী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, প্রচার সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, জেলা প্রচার সম্পাদক মাওলানা শহিদুর রহমান সুহেদ, মহানগর সমাজকল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা আবুল হোসেন, আব্বাস জালালী, সদস্য ক্বারী সাঈদ আহমদ, ক্বারী মাওলানা আনোয়ারুল হক, মাওলানা জহুরুল হক, সৈয়দ আব্দুল কাইয়ুম ফটিক মিয়া, মোঃ সিকন্দর আলী, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা শাহ ফয়সল আমিন, মাওলানা রেজাউল হক, মাওলানা শিব্বির আহমদ, হাফিজ মাওলানা ইয়াহইয়া মাহমুদ, হাফিজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল মালিক, মোঃ নিয়ামত উল্লাহ, মাওলানা ওমর ফারুক, হাফিজ মাওলানা আকমল হোসেন, মাওলানা ফেরদৌস সরকার, ক্বারী মাওলানা মিছবাউল হক ও মো: রাহাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সামিউর রহমান মুসা বলেন, অবিলম্বে আমীরে মজলিস আল্লামা মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দল ঘোষিত ৫ দফা দাবি নির্বাচনের পূর্বে বাস্তবায়ন করে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। ৫ দফা দাবীগুলো হলো: জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ করতে হবে, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ও জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা। বিজ্ঞপ্তি





