৫ দফা দাবিতে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৬:৪৪:৫৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: জুলাই সনদ এর ভিত্তিতে পিআর নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা জামায়াত। রোববার দুপুরে জেলা শহরের দেওয়ার আব্দুল বাছিত জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় ফটকে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতের জেলা আমীর মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, পৌরসভা আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম। পরে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের কাছে ৫ দফা দাবীর স্মারকলিপি তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ।





