কুলাউড়ায় নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৬:৪৮:৪০ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কামাল প্লাজায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারী ও রক্তদান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান আখই এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সেক্রেটারী আব্দুল মজিদের সঞ্চালনায় কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের উপজেলা নায়েবে আমীর মো: জাকির হোসেন, জামায়াতের উপজেলা সেক্রেটারী প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, জামায়াতের পেশাজীবি শাখার সহ-সভাপতি কাজী জসিম উদ্দিন মামুন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার বাবুল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো: নিজাম উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কুলাউড়া উপজেলা সেক্রেটারি আবু বক্কর মো. সিপন, রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মইনুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি শিমুল আহমেদ ও জসিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ, উন্নয়ন বিষয়ক সম্পাদক জুনেদ আহমেদ, সদস্য লিংকন তালুকদার ও মামুন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্রসদস্য নাহিদ আহমেদসহসহ নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।







