সিলাম মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের উপহার প্রদান
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৬:৫০:১৯ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, এতিমদের প্রতি ভালোবাসা, সহানুভ‚তি ও দায়িত্বশীল আচরণ করা উচিত। কারণ তারা সমাজের অসহায় অংশ এবং তাদের প্রতি যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এতিমদের দেখাশোনা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি রোববার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের জামেয়া কোরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআনে খতম শেষে এতিম শিক্ষার্থীদের উপহার প্রদান এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে এতে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল্লাহ আল মামুন। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা। এসময় ৫০ জন এতিম শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেন ব্যারিস্টার এম এ সালাম। বিজ্ঞপ্তি







