৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৭:১১:০৬ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষে প্রধান উপদেষ্টা বরাবরে সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পদ্মাসন সিংহ সিলেট এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চরমোনাইসহ বিভিন্ন রাজনৈতিক দল ঘোষিত ৫ দফা দাবি নির্বাচনের পূর্বে বাস্তবায়ন করে নির্বাচনে সুষ্টু পরিবেশ নিশ্চিত করতে হবে। ৫ দফা দাবীগুলো হলো: জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ করতে হবে, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ও জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ-সভাপতি ফজলুল হক, মহানগর সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, আইন মানবাধিকার বিষয়ক সম্পাদক এস এম শামসুল আলম চৌধুরী এলএলবি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি







