৫ দফা দাবিতে সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৬:৫৫:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: পিআরসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রোববার দুপুর ২টায় স্থানীয় ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতের আমীর ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামসউদদীন, মোমতাজুল হাসান আবেদ, সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট নূরুল আলম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসিন খান, জেলা অফিস সেক্রেটারি মোঃ নূরুল ইসলাম, সদর উপজেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আলী, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোঃ মামুন প্রমুখ।
পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক হাতে দ্রুততর সময়ে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেন।






