বড়লেখায় রূপায়ন নাট্য দলের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৭:০৭:৪৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন রূপায়ন নাট্যদলের ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার রাতে পৌরশহরের হাটবন্দে নাট্যকর্মী খোকন পালের বাসভবনে সংস্কৃতিকর্মী লক্ষণ পালের সভাপতিত্বে আহবায়ক কমিটি গঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি ছিলেন নাট্যযোদ্ধা সিলেটের সভাপতি নাট্যজন ও সংগীত শিক্ষক তপন চৌধূরী এবং সাধারণ সম্পাদক কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স।
সভায় সর্বসম্মতিক্রমে নাট্যকর্মী খোকন পালকে আহবায়ক এবং নাট্যকর্মী মনিরুজ্জামানকে সদস্য সচিব করে রূপায়ন নাট্য দলের ৭ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহবায়ক-নাট্যকর্মী হালিমাতুন সাদিয়া লিলি, সদস্য নাট্যজন সুপ্রিয় দাস, নাট্যজন বনমালী আচার্য্য, নাট্যকর্মী প্রজেশ দত্ত এবং সংস্কৃতিকর্মী লক্ষণ পাল। আগামী ৩ মাসের মধ্যে আহবায়ক কমিটিকে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।







