বড়লেখায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজুর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৭:০৬:৫৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু শনিবার ও রোববার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে তিনি গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।
উপজেলার কাঠালতলী টাকি গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে মতবিনিময়কালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। তারেক রহমান যদি তাকে মনোনীত করেন তাহলে তিনি এই অঞ্চলের প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছে দিতে কাজ করবেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি সর্বস্তরের জনসাধারণের জন্য কাজ করতে চান।
কাঁঠালতলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহ আলমের সঞ্চালনায় গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ঐক্য ফোরাম কাতারের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, কাঠালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক আব্দুল জব্বার, সিনিয়র সহ সভাপতি শাহাব উদ্দিন, বিএনপি নেতা এনামুল হক আনই, উপজেলা জাসাস’র আহবায়ক তাজুল ইসলাম, ইউপি সদস্য আলতাফ হোসেন, ইউপি সদস্য রাসেল আহমদ প্রমুখ।







