বিশিষ্ট দুই ব্যক্তির মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৮:২৮:৫০ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট বিভাগীয় সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রশাসক, সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এক শোক বার্তায় বলেন, আলোকিত এই দুই কৃতীসন্তান সিলেটের মানুষের কাছে ছিলেন অত্যন্ত সম্মানীয়। তাঁরা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। নেতৃবৃন্দ, তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি





