আদর্শ শিক্ষক ফেডারেশনের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৮:৪৬:০৮ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের ৫০ ভাগ বাড়ি ভাড়া, ১০০ ভাগ বোনাস, ১৫০০ টাকা মেডিকেল ভাতাসহ আনুষঙ্গিক সুবিধার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে স্থানীয় ইউনিভার্সেল কলেজে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ মুহাম্মদ আব্দুস শাকুরের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি. এম. মাহবুব-ই- ইলাহী। তিনি মানসম্পন্ন শিক্ষার জন্য শিক্ষকদের ন্যায্য দাবী পূরণে সরকারের প্রতি আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরীর সহসভাপতি অধ্যক্ষ লুৎফুর রহমান হোমায়দী, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, কলেজ শিক্ষক পরিষদের সিলেট মহানগর সভাপতি অধ্যাপক আকবর হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আহমদ আলী, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, অধ্যাপক নুরুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, প্রধান শিক্ষক ফজলুল হক, অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আজিজ, মোঃ আব্দুর রশিদ, মোঃ আক্কাস আলী, আফজল হোসেন, মোঃ কামাল হোসাইন, মোঃ ফয়সাল আহমদ, মোঃ আবদুল হালিম সুজন, মোহাম্মদ আব্দুর রশিদ, কাওছার আহমদ, মোঃ আব্দুর রব, আবুল বাশার, আব্দুল আলী শাহীন, মোহাম্মদ জালাল উদ্দীন, মোঃ মুহিব আলী, ফারুক আহমদ, শেখ মোঃ আবু সালেহ মুছা ও উজ্জ্বল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি







