সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামী র্যাবের জালে
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৮:৫৯:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাটে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (১১ অক্টোবর) রাতে সিলেটের কানাইঘাট থানাধীন লালরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম নূর আহমদ (৩০)। সে কানাইঘাট উপজেলার লালরচক গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র।
র্যাব জানায়, আটক নূর আহমদ কানাইঘাট থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় আরও ৭ টি মামলা রয়েছে।
র্যাব জানায়, চলতি বছরের ১৯ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী নারী ঘুমন্ত অবস্থায় থাকার সময় আসামি নূর আহমদ ও তার দুই সহযোগী তার ঘরের দরজায় ধাক্কা দেয়। ভিকটিম দরজা খুললে তারা জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ভিকটিম চিৎকার করার চেষ্টা করলে আসামিরা ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে ভিকটিম বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি নূর আহমদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে শনিবার রাতে তাকে লালরচক এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, আটক নুর আহমদকে কানাইঘাট থানায় হস্থান্তর করা হয়েছে।







