৫ দাবিতে দেশব্যাপী স্মারকলিপি দিল ৭ দল
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৯:৩৬:১৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সিলেটসহ সারাদেশের জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৭ টি রাজনৈতিক দল।
রোববার (১২ অক্টোবর) দিনভর পৃথক সময়ে পৃথক দলগুলোর পক্ষ থেকে জেলা পর্যায়ে এই স্মারকলিপি দেয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও স্মারকলিপি দিয়েছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, খেলাফত মজলিস, জাগপা ও নেজামে ইসলাম পার্টিসহ বাকি ছয়টি দল।
জামায়াতে ও সমমনা রাজনৈতিক দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের উপর গণভোট আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।







