ভারতে মুসলিম জনসংখ্যা নিয়ে অমিত শাহের মন্তব্যে তোলপাড়
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৯:৩৭:৪০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে মূলত বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশের কারণে, প্রজননের জন্য নয়।
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মুসলিম জনসংখ্যা বেড়েছে ২৪.৬ শতাংশ, আর হিন্দু জনসংখ্যা কমেছে ৪.৫ শতাংশ। এই পরিবর্তন প্রাকৃতিক নয়, অনুপ্রবেশজনিত।
তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় যুক্ত করা হচ্ছে, যা সংবিধানের চেতনার পরিপন্থী। ভোটাধিকার কেবল নাগরিকদেরই থাকা উচিত।
অমিত শাহ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুরা নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেয়। কিন্তু মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ অনুপ্রবেশ। আসামে এক দশকে মুসলিম জনসংখ্যা বেড়েছে ২৯.৬ শতাংশ, যা স্বাভাবিক নয়। পশ্চিমবঙ্গ ও সীমান্তবর্তী এলাকায় কিছু অঞ্চলে এই হার ৭০ শতাংশ পর্যন্ত উঠেছে।
তিনি আরও বলেন, গুজরাট ও রাজস্থানেও সীমান্ত রয়েছে, কিন্তু সেখানে এই অনুপ্রবেশ হয় না- কারণ রাজনৈতিক স্বার্থ নেই। অমিত শাহ বিরোধী দলগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ‘ভোট ব্যাংক’ হিসেবে ব্যবহার করে। তিনি দাবি করেন, শুধু কেন্দ্র নয়, রাজ্য সরকারগুলোকেও অনুপ্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।







