বড়লেখায় নিসচার নবগঠিত কমিটির অভিষেক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৬:১৫:১৪ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার ২০২৫-২৭ সনের নবগঠিত ১৫০ সদস্যের কমিটির অভিষেক ও নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল শনিবার বিকেলে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।
নিসচা উপজেলা কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আয়নুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক হালিমাতুছ সাদিয়ার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়াম্যান রাহেনা বেগম হাছনা।
বিশেষ অতিথির বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার উপদেষ্টা প্রভাষক এ.কে.এম শফিউল আলম, পৃষ্ঠপোষক প্রভাষক তারেক আহমদ, মাষ্টার সামছুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, থানার এসআই দেবল সরকার, সাংবাদিক সুলতান আহমদ খলিল ও মোহাম্মদ মস্তফা উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া ও পৃষ্ঠপোষক কাশেম আহমদ প্রমুখ।
এসময় নিসচা উপজেলা শাখার ২০২৫-২৭ সনের অনুমোদনকৃত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমাদাদুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি ও দেশের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।







