বড়লেখায় দুর্যোগ প্রশমন দিবসে সভা
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৭:১৬:০৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সোমবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপন মহড়া ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা উপজেলা ও প্রতিটি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রস্তুতি কমিটিগুলোকে কার্যকর করার তাগিদ দেন এবং যে কোনো দুর্যোগে আক্রান্তদের উদ্ধার তৎপরতায় ও দুর্গতদের সহযোগিতায় দ্রুত অংশগ্রহণের জন্য ভলান্টিয়ার মনোনয়ন ও তাদেরকে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান ও উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন প্রমুখ।







