এড. নাসির স্মরণে দুর্নীতি মুক্তকরণ ফোরামের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৭:১৭:০৭ অপরাহ্ন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর স্মরণে রোববার সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মাওলানা আব্দুর রকীব। প্রধান আলোচক ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, হবিগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এডভোকেট, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, ডাঃ অরুন কুমার দেব, সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুল গফুর, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, নগর সদস্যসচিব মুজিবুর রহমান চৌধুরী, যুগ্ম সদস্যসচিব মোঃ লায়েক মিয়্,া গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউপি মেম্বার ও ফোরামের কেন্দ্রীয় সদস্য এনামুল হক আবুল, ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বকুল, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব, মোঃ মশিউর রহমান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক তামিম রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ নিপু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সমাজসেবী আব্দুস সোবহান প্রমুখ।
শেষে মরহুম নাসির উদ্দিন এডভোকেটর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রকীব এডভোকেট। বিজ্ঞপ্তি







