কমলগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৭:১৮:৩৫ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষায় মহড়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল রহীম বাবর, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ফারুকুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকবে। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। তা হলে ক্ষয়ক্ষতি কমে যাবে। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষার কৌশল হিসাবে মহড়া প্রদর্শন করেন।





