সুনামগঞ্জ বিআরটিএ সাথে নিসচার মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৭:৪৯:০২ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে বিআরটিএ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিআরটিএ’র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা, সড়কে নিরাপত্তা এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। স্কুল কলেজভিত্তিক সচেতনতামূলক সভা, ক্যাম্পেইন, চালক, পথচারী, যাত্রীদের সচেতনতা এবং সড়ক পরিবহন আইন মেনে চলা, ইজিবাইক চালকদের ট্রাফিক প্রশিক্ষণ প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স-এর আওতায় আনতে নিসচা ও বিআরটিএ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ এর সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ওবায়দুল হক, আফতাব, সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ মনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর, প্রচার সম্পাদক ফয়জুর রহমান সজীব, সদস্য ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, মোস্তাফিজুর রহমান, আবু হুরায়রা ফাহিম, দবির মিয়া ও সুফি আলম প্রমূখ।







