ওসমানীনগরে দুর্যোগ প্রশমন দিবসে সভা
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৮:২৭:০০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনী সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সভা শেষে র্যালি পরবর্তী প্রদর্শনী শেষে কর্মসূচী শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার অপু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার প্রমূখ।







