গোয়াইনঘাটে টিকা ক্যাম্পেইন পরিদর্শনে ইউএনও
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৮:২৮:১৬ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে স্কুল পর্যায়ে চলমান টাইফয়েডের টিকা ক্যাম্পেইন পরিদর্শন করেছেন ইউএনও রতন কুমার অধিকারী। সোমবার দুপুর দেড়টায় তিনি পূর্নানগর সরকারী প্রাথমিক স্কুলের টিকা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ২৫০ জনকে টিকা দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মীরা। পরে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন।
জানা যায়, গোয়াইনঘাটে টিকা প্রদানের টার্গেটে রয়েছে ৮৪ হাজার ৩৩৬ জন শিশু। এর মধ্যে প্রথম দিনে ৩৯০৪ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। এ সময় ইউএনও’র সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারওয়ার হোসেন।





