নগরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৯:২২:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা ও সাহেবেরবাজার-ধোপাগুল সড়কের সৈয়দ মার্কেটের সামনে অভিযান চালিয়ে এ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- নগরীর বাদামবাগিচা উদয়ন ১৭/১ নম্বর বাসার মৃত এমরান আহমেদ শাহীনের ছেলে আবদুল আহাদ রনি (২৪) ও ধোপাগুল গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩২)।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে বাদামবাগিচা বেস্কিমকো গলির ভেতর থেকে ২০ পিস ইয়াবাসহ আবদুল আহাদ রনিকে আটক করা হয়। অপরদিকে একই দিনে রাত ৮টা ২০ মিনিটের দিকে সাহেবেরবাজার-ধোপাগুল সড়কের সৈয়দ মার্কেটের সামনে থেকে ৪১ পিস ইয়াবাসহ সোহেল মিয়াকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।







