আজ বিশ্ব মান দিবস
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫, ১২:২৬:২৩ অপরাহ্ন
সিলেটে বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার : আজ ১৪ অক্টোবর, ৫৬তম বিশ্ব মান দিবস। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’।
বিশ্বব্যাপী এসডিজি’র গোলসমূহকে প্রধান্য দিয়ে আগামী ২০৩০ সাল পর্যন্ত একই প্রতিপাদ্যে বিশ্ব মান দিবস পালন করা হবে। এ বছর এসডিজির গোল-৩ অর্থাৎ স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে।
বিশ্বায়নের যুগে চতুর্থ শিল্প বিপ্লবের মূলে রয়েছে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবস্থা, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা যা স্বাস্থ্য ব্যবস্থাপনায় যোগ করেছে নতুন মাত্রা। ডিজিটিাল উৎপাদন ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি মানুষের জীবন ব্যবস্থাকে করেছে আরও উন্নত, সহজতর, নিরাপদ ও সুরক্ষিত। এই পরিবর্তনের সাথে নিজেদের টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করার কোন বিকল্প নেই।
পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় তথা বাজারজাতকরণের ক্ষেত্রে ‘মান’ আস্থার প্রতীক হিসেবে কাজ করে। পণ্য উৎপাদন, বিপণন ও সেবা প্রদানসহ সকল ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই, সিলেট এর যৌথ উদ্যোগে আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।
প্রতিপাদ্যের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাবির ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগ এর , সহযোগি অধ্যাপক ড. মোঃ মনির হোসাইন। স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই সিলেটের বিভাগীয় উপ পরিচালক মোঃ মাজাহারুল হক।







